ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

নিজেকে আর ভালো কোচ ভাবেন না গার্দিওলা!

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৫:২৬:৫৮ অপরাহ্ন
নিজেকে আর ভালো কোচ ভাবেন না গার্দিওলা!
ম্যানচেস্টার ডার্বির ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুটি গোল হজম করে ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। আর এই হারের পর হতাশায় নিমজ্জিত পেপ গার্দিওলা। ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে ম্যানসিটির এই কোচ অসহায় স্বরে বলেছেন, নিজেকে আর ভালো কোচ মনে করেন না তিনি।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা কোচদের একজন হিসেবে বিবেচিত গার্দিওলার এমন হতাশা অবিশ্বাস্য মনে হতে পারে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটিতে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। সিটিজেনদের জন্য টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ একাধিক ট্রফি এনে দিয়েছেন। তবে সাম্প্রতিক ব্যর্থতার ধারায় ক্লাব থেকে তার বিদায়ের গুঞ্জনও উঠেছে।

ডার্বির আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়ার আশা করছিলেন সিটি ভক্তরা। তবে হয়েছে উল্টো। মর্যাদার এই ম্যাচে ইউনাইটেডের কাছে হারতে হয়েছে। নিজের ভুল স্বীকার করলেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না গার্দিওলা।

তিনি বলেন, “আমরা সবসময় নিয়ন্ত্রিত ফুটবল খেলি। কিন্তু এদিন আত্মবিশ্বাস ছিল না। মাতেউস নুনেস ভালো খেলেছে, কিন্তু তার ভুলেই ওরা পেনাল্টি পেল। কোচ হিসেবে আমাকেই একটা সমাধান বের করতে হবে।”

গার্দিওলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনজুরি। ব্যালন ডি’অর জয়ী রদ্রি, জন স্টোনস, নেথান অ্যাকে, ম্যানুয়েল অ্যাকাঞ্জির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে দলে নেই। এতে রক্ষণভাগ এবং মিডফিল্ডে দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

“মনে হয়, ম্যানেজার হিসেবে আমি হয়তো ভালো না। সবার সঙ্গে নতুন করে কথা বলতে হবে, অনুশীলন পদ্ধতি নিয়ে ভাবতে হবে,” বলেন গার্দিওলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই গার্দিওলার সঙ্গে আরও দুই মৌসুমের চুক্তি করেছে ম্যানসিটি। তবে যদি ব্যর্থতার এই ধারা চলতে থাকে, তাহলে ক্লাবের সবচেয়ে সফল কোচকেও এতিহাদ ছাড়তে হতে পারে বলে সন্দেহ করছেন অনেকেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির