দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বরং সাম্প্রতিক সময়ে আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।
দুদক এর অনুসন্ধান অনুযায়ী, জাহাঙ্গীর আলম তার স্ত্রীর সঙ্গে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং আটটি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়েছে। এই টাকা তিনি বিভিন্ন উপায়ে উত্তোলন বা স্থানান্তর করেছেন, যা সন্দেহজনক ও অস্বাভাবিক মনে হচ্ছে।
উল্লেখযোগ্য যে, জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কাই রি এরেঞ্জের মাধ্যমে ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে ১৭৮ কোটি টাকা জমা ও উত্তোলন করেছেন। অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক।" এর পর থেকেই জাহাঙ্গীর আলম ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
Mytv Online