বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চীন তার ভিসামুক্ত অবস্থানের সময়সীমা তিনগুণ বাড়িয়েছে। চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন জানিয়েছে, এখন থেকে বিদেশি পর্যটকরা চীনে ১০ দিন বা ১৪০ ঘণ্টা ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। পূর্বে এই সময়সীমা ছিল ৭২ ঘণ্টা (৩ দিন) বা ১৪৪ ঘণ্টা (৬ দিন)। নতুন সিদ্ধান্তের ফলে এই সময়সীমা ১৪০ ঘণ্টা বা ১০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।
চীন আশা করছে, এই উদ্যোগটি বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের দেশে ভ্রমণে উৎসাহিত করবে, যা দেশটির পর্যটন খাত এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। এই সুবিধা ৫৪টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, কানাডা অন্তর্ভুক্ত। এই সুবিধার আওতায় পর্যটকরা চীনের ২৪টি প্রদেশ এবং ৬০টি আন্তর্জাতিক বন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন, তবে এটি শুধুমাত্র তৃতীয় দেশে ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য।
এই ভিসামুক্ত নীতি বেইজিং, সাংহাই, চেংডু, গুয়াংজুসহ জনপ্রিয় পর্যটন স্থানের জন্য প্রযোজ্য। তবে তিব্বত এবং জিনজিয়াং অঞ্চলে প্রবেশের জন্য অতিরিক্ত অনুমতি লাগবে। হংকং ও ম্যাকাও বর্তমানে ২৪০ ঘণ্টা ভিসামুক্ত ট্রানজিট সুবিধা দিচ্ছে, যা তৃতীয় গন্তব্য হিসেবে ব্যবহার করা হলে পর্যটকরা এটি গ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগটি চীনের আন্তর্জাতিক পর্যটন খাতের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।