বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ায় সবার নজর এখন এই সিনেমার দিকে। মুক্তির পর সিনেমাটি ভালো প্রশংসা পেয়েছে এবং বক্স অফিসেও ভাল আয় করেছে। এখন সিনেমাটি অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে, যা নিয়ে আমির খান খুব আশাবাদী।
সম্প্রতি বিবিসি নিউজ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমি নিশ্চিত নই যে, আমরা কতটা গুরুতরভাবে প্রতিযোগিতাকে দেখতে পারি, তবে আমি সত্যিই খুশি হব যদি ‘লাপাতা লেডিস’ অস্কার জয়ী হয়। এই অর্জন সিনেমাটিকে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে। যখন একটি সিনেমা অস্কার বা একাডেমি পুরষ্কার জেতে, তখন সারা বিশ্বের মানুষ সেটি দেখার আগ্রহী হয়ে ওঠে।”
এছাড়া আমির খানের মতে, অস্কার জয় সিনেমার জন্য বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর একটি অসাধারণ সুযোগ তৈরি করবে, এবং এতে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতিও বৃদ্ধি পাবে।