জনপ্রশাসন সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে। এই সুপারিশটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ এবং এটি প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করবে। নতুন বিভাগ গঠনে এক বা একাধিক জেলা স্থানান্তর করা হতে পারে, এবং সেই অনুযায়ী একটি ম্যাপ প্রণয়ন করা হয়েছে। তিনি আরও জানান, ম্যাপ দেখে বোঝা যাবে কীভাবে দেশের ১০টি বিভাগ গঠন করা হতে পারে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগকে যুক্ত করে পরিকল্পনা করা হয়েছে।
কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীও সভায় বক্তব্য রাখেন এবং নতুন বিভাগের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে বলে মত প্রকাশ করেন।