প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, সামনের জাতীয় নির্বাচন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নয়, বরং ব্যালটে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দীন জানান, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই কাজ শুরু করেছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি তাদের রয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সিইসি বলেন, সীমানা পুনঃনির্ধারণ ন্যায্যতার ভিত্তিতে হবে। অতীতে যদি কোনো সীমানা নির্ধারণে অনিয়ম বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রার্থীকে জেতানোর জন্য কিছু করা হয়ে থাকে, তবে সেগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। তিনি আরও বলেন, সীমানা পুনঃনির্ধারণ অতীতের ২০০১ সালের ভিত্তিতে হবে না, বরং বর্তমানের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে এটি করা হবে।
রোডম্যাপ ঘোষণার ব্যাপারে নাসির উদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা একটি সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।