ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি
এএফসি চ্যালেঞ্জ লিগ

আত্মঘাতী গোলে হারল বসুন্ধরা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:০৯:২৫ অপরাহ্ন
আত্মঘাতী গোলে হারল বসুন্ধরা
কাগজে-কলমে বসুন্ধরা কিংসের চেয়ে এগিয়ে থাকার পরেও মাঠে নেজমেহ এফসির কাছে হারতে হলো কিংসকে। শনিবার (২৬ অক্টোবর) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের ভুলের কারণে জয় থেকে বঞ্চিত হলেন কিংসের খেলোয়াড়রা।

ম্যাচের আগে বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি ছিলেন আত্মবিশ্বাসী। তার সাবেক ক্লাব নেজমেহর বিপক্ষে জয় নিয়ে মাঠে নামার প্রত্যাশা ছিল। তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের কারণে জয়রেখা ছিন্ন হলো।

প্রথমার্ধে কিংস রক্ষণাত্মক খেলা প্রদর্শন করে। তাদের আক্রমণের চেয়ে রক্ষা নিয়ে বেশি চিন্তা ছিল। নেজমেহ কিছু সুযোগ পেলেও কিংসের রক্ষণ খুব ভালোভাবে কাজ করেছে। ৩৯ মিনিটে নেজমেহ একটি ভালো সুযোগ পেলেও জিকোর দারুণ দক্ষতায় সেদিন রক্ষা পায় কিংস।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বসুন্ধরার ফয়সাল আহমেদ ফাহিম একটি সুযোগ তৈরি করেন, কিন্তু নেজমেহের ডিফেন্ডার কাসেম আল জাইন তার শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন। ফলে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিংস দারুণ সুযোগ পায়। ফাহিমের ক্রসটি ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় জনাথন ফের্নান্ডেজ শট নিতে গেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। তার শট সহজেই গোলরক্ষকের হাতে ধরা পড়ে।

এক মিনিট পরেই কিংস আত্মঘাতী গোল হজম করে। হাসান আল খুরানির ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে সাদ উদ্দিন হেডে বল নিজেদের জালে জড়িয়ে দেন। এই গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

পিছিয়ে পড়ার পর কিংস নিজেদের খেলায় গতি বাড়ায়। ৫৫ মিনিটে তারা একটি ভালো সুযোগ তৈরি করে। জনাথনের পাস ধরে ইউক্রেনের ফুটবলার ভ্যালেরি ডান পায়ে শট নিলেও বলটি পোস্টের বাইরে চলে যায়।

ম্যাচের শেষদিকে মিগেল দামাসেনো বদলি হিসেবে মাঠে নামেন এবং তিনি বেশ চাপ তৈরি করেন। একটি ফ্রি-কিকও নেন, কিন্তু নেজমেহের গোলরক্ষক সেটি ফিরিয়ে দেন।

শেষ পর্যন্ত কিংসকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়, যা তাদের জন্য একটি বড় হতাশা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির