ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বছর সিঁথিতে সিঁদুর পরে সুখবর দেবেন পরীমণি! ড. ইউনূস কাল আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রতিষ্ঠা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কুয়েত ও সৌদি আরবে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে, হচ্ছে তুষারপাত সঙ্গীকে খুঁজতে ২০০ কিলোমিটার পাড়ি দিল বাঘ জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন চট্টগ্রামে ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া যুবককে ছুরিকাঘাতে হত্যা ফিলিস্তিনে খবর মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে সমন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের তাগিদ উপদেষ্টা আসিফের উত্তপ্ত ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের সংঘর্ষ, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, বাদ পড়েছে ‘বলী’ তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ তাবলীগে সংঘর্ষ: রাতে কী ঘটেছিল জানালেন হাসনাত আবদুল্লাহ “ভালো থেকো, বিয়ে করে নিও” বার্তা রেকর্ড করে তরুণীর আত্মহত্যা ১৭ বছর পর কুখ্যাত গুয়ানতানামো বে থেকে মুক্তি পেলেন মালিক রেমিট্যান্স আয় বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল চাকরি ছাড়তে নিজের আঙুল কেটে ফেললেন কর্মী টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭ বছর পর কুখ্যাত গুয়ানতানামো বে থেকে মুক্তি পেলেন মালিক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০২:১৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০২:১৭:২৪ অপরাহ্ন
১৭ বছর পর কুখ্যাত গুয়ানতানামো বে থেকে মুক্তি পেলেন মালিক
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত কুখ্যাত গুয়ানতানামে বে কারাগার থেকে মুক্তি পেলেন আরও এক বন্দি। মোহাম্মদ আবদুল মালিক বাজাবু নামের ওই বন্দি এরইমধ্যে নিজ দেশ কেনিয়ায় ফিরেছেন। গত ১৭ বছর ধরে তিনি গুয়ানতানামো কারাগারে বন্দি ছিলেন।আবদুল মালিক বাজাবুর মুক্তির পর এখন কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে ২৯ জন বন্দি আছেন।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে গতকাল মঙ্গলবার আবদুল মালিক বাজাবুর মুক্তি ঘোষণা দেয়। বলা হয়েছে, গত মাসে বাজাবুর কেনিয়ায় প্রত্যাবাসনের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন।কেনিয়ার মোম্বাসায় ২০০৭ সালে দেশটির কর্তৃপক্ষ আবদুল মালিক বাজাবুকে গ্রেফতার করে। কয়েক সপ্তাহ পর তাকে গুয়ানতানামো বে কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে আল-কায়েদার পূর্ব আফ্রিকার শাখার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।

গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের থাকা না–থাকাসংক্রান্ত পর্যালোচনা পরিষদ ২০২১ সালে নির্ধারণ করে যে আবদুল মালিক বাজাবু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য আর উল্লেখযোগ্য হুমকি নন। কাজেই তার হুমকি থেকে রক্ষারও আর প্রয়োজন নেই।
আবদুল মালিক বাজাবুর মুক্তিপ্রক্রিয়ায় যুক্ত ছিল ‘রিপ্রাইভ ইউএস’ নামের একটি সংগঠন। বাজাবুর মুক্তিকে স্বাগত জানিয়েছে তারা। বলেছে, এই ব্যক্তি কেনিয়ার কর্তৃপক্ষ ও মার্কিন সামরিক বাহিনীর হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন।মুক্তিপ্রক্রিয়ায় আবদুল মালিক বাজাবুকে সহায়তা দেওয়া একজন আইনজীবী এক বিবৃতিতে বলেন, নিরীহ একজন ব্যক্তিকে তার জীবনের সেরা সময়টায় বন্দি রেখেছিল যুক্তরাষ্ট্র। তাকে এমন একটা সময়ে তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।নাইন–ইলেভেনের হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ চলার সময় ২০০২ সালে এই গুয়ানতানামো বে কারাগার চালু হয়। কিউবার কাছে মার্কিন এক সামরিক ঘাঁটিতে এই কারাগার অবস্থিত। যুক্তরাষ্ট্রের সামরিক কমিশনের এক আইনি ব্যবস্থায় এটি পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের প্রথাগত আদালতে যেসব সুযোগ–সুবিধা থাকে, সেখানে সেগুলো নেই।

এ কারাগারে বন্দীদের ওপর ব্যাপক নির্যাতন করা হয় বলে মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যেখানে বিনা অভিযোগে অনেককে আটকে রাখা হয়। এমনকি কেন আটকে রাখা হয়েছে, তা জানারও আইনি ক্ষমতা দেওয়া হয় না তাদের।
এই কারাগারে একসময় ৮০০ বন্দি ছিলেন। পেন্টাগনের হালনাগাদ তথ্য, এখন গুয়ানতানামো বে কারাগারে ২৯ জন বন্দি আছেন। তাদের মধ্যে ১৫ জন স্থানান্তর করার মতো উপযুক্ত পর্যায়ে রয়েছেন। এর মধ্যে অনেকেই ‘কালো এলাকা’ হিসেবে পরিচিত সিআইয়ের গোপন ডেরায় থাকতেন। সেখানে তাদের ‘ব্যাপকমাত্রার জিজ্ঞাসাবাদ’–এর নামে নির্যাতন করা হতো। এই কার্যক্রম অনুমোদন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।ব্যাপক সমালোচনার মুখে পরবর্তী সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। তবে আইনি জটিলতা আর অভ্যন্তরীণ রাজনীতির চাপে ওবামার এ উদ্যোগ সফল হতে পারেনি। 

সূত্র: আল-জাজিরা

কমেন্ট বক্স