আসন্ন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৮৫টি দেশের সিনেমা স্থান পেয়েছে, তবে বাংলাদেশি ছবি ‘বলী (দ্য রেসলার)’ বাদ পড়েছে।
এই সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল এবং চট্টগ্রামের জব্বারের বলী খেলাকে ভিত্তি করে নির্মিত।
এছাড়া, ডকুমেন্টরি ফিচার, শর্ট ফিল্ম, আন্তর্জাতিক ফিচার ফিল্ম, অরিজিনাল মিউজিক, সাউন্ড, মেকআপ, ভিজ্যুয়াল এফেক্টসহ অন্যান্য বিভাগে ১৫টি করে সিনেমা নির্বাচিত হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণের পর প্রকাশিত হবে এবং পুরস্কার বিতরণ ২ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।