চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে বন্দর থানার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
জসিমের চাচা বশির আহমদ জানান, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে জসিমের শ্বাসনালি কেটে যায়। দুর্বৃত্তরা তাকে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে কাজ করছে।