ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিলে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের! রাজধানীর আরও কয়েক স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন, হুমকিও দেন : পেজেশকিয়ান শহিদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি! ‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয় মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে ‘ঘোরাঘুরির অর্থ থাকার’ প্রমাণ দিতে হবে পুশইন ঠেকাতে জনগণের সহযোগিতা চাইলেন বিজিবি ডিজি গাজার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন- আমির খসরু মাহমুদ চৌধুরী ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯ উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫ আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ

মুড়ি খেলে ওজন কমবে, ত্বকে পড়বে না বয়সের ছাপ

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:১৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:১৮:৫৯ পূর্বাহ্ন
মুড়ি খেলে ওজন কমবে, ত্বকে পড়বে না বয়সের ছাপ
সকাল বা বিকেলের নাশতায় মুড়ি সবারই পছন্দ। ডায়াবেটিসের রোগীরা তিনটি খাবারের মধ্যে নাশতা হিসেবে মুড়িকেই বেছে নেন। কিন্তু মুড়ি গ্রহণের ফলে রক্তে গ্লুকোজ বাড়ে কি না, বা মুড়ি কি শুধুই মুখরোচক খাবার, নাকি পুষ্টিগুণ রয়েছে, সে সম্পর্কে রয়েছে পর্যাপ্ত জ্ঞানের অভাব। আসুন জেনে নিই মুড়ি সম্পর্কে আরও কিছু তথ্য।ওজন কমাতে: যাঁরা ওজনের ব্যাপারে সচেতন, তাঁদের জন্য মুড়ি একটি ভালো খাবার হতে পারে। কারণ, মুড়ি কম ক্যালরি এবং কম চর্বিযুক্ত খাবার। ১৫ গ্রাম মুড়িতে মাত্র ৫৪ ক্যালরি আছে। শুধু তা–ই নয়, প্রচুর ফাইবার থাকার কারণে মুড়ি খেলে অনেক সময় পর্যন্ত পেট ভরা থাকে। মুড়িতে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও জিংক আছে।

গ্যাসের সমস্যায়: বিভিন্ন খাবার খাওয়ার কারণে অনেক সময় বুক জ্বালাপোড়াসহ গ্যাসের সমস্যা হয়। মুড়ি সেসব ক্ষেত্রে ভালো সমাধান হতে পারে। বিশেষ করে মুড়ি পানিতে ভিজিয়ে খেলে গ্যাসের সমস্যার দ্রুত সমাধান হয়।

কোষ্ঠকাঠিন্য দূর করতে: মুড়িতে প্রচুর ফাইবার আছে। সুতরাং যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাঁদের জন্য মুড়ি খুব উপকারী।

হাড় শক্ত করে: মুড়িতে প্রচুর ক্যালসিয়াম, আয়রন ও অল্প পরিমাণ ‘ভিটামিন ডি’ বিদ্যমান, যা হাড় শক্ত করতে খুবই প্রয়োজনীয়।

ত্বকের যত্নে: বয়সের ছাপ নিয়ে কমবেশি সবাই চিন্তিত হয়। এ ক্ষেত্রে একটি উত্তম সমাধান হতে পারে মুড়ি। কারণ, মুড়িতে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট, যার প্রভাবে আল্ট্রাভায়োলেটের কারণে ত্বকের যে ক্ষতি হয়, তা সহজেই রোধ করা যায়।

যাঁদের সতর্ক হতে হবে
ডায়াবেটিসের রোগী: অনেক ডায়াবেটিসের রোগীর কাছে নাশতা হিসেবে মুড়ি খুবই জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না মুড়িতে বেশ শর্করা বা কার্বোহাইড্রেট আছে। মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স বেশি ও মুড়ি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে পারে। তবে প্রচুর ফাইবার থাকায় এবং ক্যালরি কম থাকায় মুড়ি নাশতা হিসেবে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। ব্রাউন মুড়ি বা লাল চালের মুড়ি অপেক্ষাকৃত ভালো।কিডনিজনিত সমস্যা: ডায়াবেটিসের রোগীদের মতো যাঁরা দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত, তাঁরাও মুড়ি খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ, মুড়িতে প্রচুর পরিমাণ সোডিয়াম আছে, যা কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।উচ্চ রক্তচাপের রোগী: মুড়িতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকায় রক্তচাপ বৃদ্ধি করে। এ কারণে যাঁদের উচ্চ রক্তচাপ আছে ও যাঁরা হার্টের সমস্যায় ভুগছেন, তাঁরা মুড়ি খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন।

বাজারের মুড়িতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান, যেমন আর্সেনিক, ইউরিয়া মেশানো থাকে, যা নানান স্বাস্থ্য সমস্যাসহ রোগীর মৃত্যুর কারণও হতে পারে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মতিঝিলে বহুতল ভবনে আগুন

মতিঝিলে বহুতল ভবনে আগুন