বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টারা।শুক্রবার (২০ ডিসেম্বর) হাসান আরিফের মৃত্যুর সংবাদ পেয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার; যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টারা পৃথক পৃথক শোক বার্তায় উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতিবলে উল্লেখ করেন। পাশাপাশি তার কর্মদক্ষতা ও প্রয়াস দেশের মানু্ষ সশ্রদ্ধায় স্মরণ রাখবে বলেও শোক বার্তায় জানান। উপদেষ্টারা হাসান আরিফের শোকস্তব্ধ পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন