ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অন্য সব মেডিকেলের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। ট্রেইনি চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে ২৫ হাজার টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতের দাবি তাদের।
এদিকে হঠাৎ এমন অবরোধে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।জানা যায়, সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। পরে দুপুর ১টার দিকে অবরোধ করেন শাহবাগ। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাসপাতালের আশপাশের এলাকা।আন্দোলনকারীরা বলছেন, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বেসরকারি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।
পরে বিএসএমএমইউ'র উপাচার্যসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।এদিকে হঠাৎ সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। শত শত যানবাহন আটকা পড়ে সড়ক জুড়ে।ভাতা বৃদ্ধির দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনের মুখে ২০ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করে বিগত সরকার।