ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে -মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:০৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:০৪:০৪ পূর্বাহ্ন
সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে -মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিগত দেড় দশক সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবে। তিনি বলেন, আমরা সংস্কার তো চাই। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছিলেন। এরপর তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফাই সংস্কার। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা চায়, তারা যেন ভোট দিতে পারে। আমাদের দেশটা যেন শান্তিতে থাকে। জিনিসপত্রের দাম যেন কম হয়। মারামারি যেন না হয়। চুরি-ডাকাতি যেন না হয়।

গতকাল রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে ‘সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের’ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব। আমরা ভোট দিতে পারলে সঠিক লোক নির্বাচন করতে পারব এবং সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজ করবেন। তিনি বলেন, ছাত্রদের ধন্যবাদ দিতে চাই। আমাদের ভাইরা ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছে। তারা বুকের রক্ত ঢেলে দিয়ে আবারও আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটাকে গড়ে তুলব।

মির্জা ফখরুল আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের নেতারাও পালিয়েছে। যারা রয়েছে, তারা দুর্নীতির দায়ে আটকা পড়েছে। তিনি বলেন, ভারত থেকে এখন হাসিনা ষড়যন্ত্র করছেন। মিথ্যা প্রচার চালাচ্ছেন।
বোদা-দেবীগঞ্জ উপজেলা এবং পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

কমেন্ট বক্স
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ