তিন বছর পর আফগানিস্তানে পুরনায় কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। গতকাল রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি দূতাবাস লিখেছে, ‘সৌদি আরব সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে ২২ ডিসেম্বর থেকে কাবুলে সৌদি মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৯৩২ সাল থেকে সৌদি আরব ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক। তখন থেকে ইতোপূর্বে আফগান জনগণকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা, পানি, খাদ্য নিরাপত্তা ও ত্রাণ কর্মসূচি রয়েছে।বছরের পর বছর ধরে সশস্ত্র সংঘাতে বিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা ফিরে এলে ২০২১ সালের আগস্টে কাবুল থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নেয় সৌদি আরব।