ভারতের রাজধানী দিল্লিতে ১৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এ সমস্যার সমাধানে দিল্লি পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক দল। এই দলগুলো যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের সনাক্ত ও আটক করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে দিল্লির বাইরের এলাকাগুলোতে ১২ ঘণ্টার বিশেষ অভিযান শুরু করা হয়। বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের শনাক্ত করতে এই অভিযান পরিচালিত হয়েছে।
এর আগে, গত ১১ ডিসেম্বর থেকে দিল্লিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। ১৩ ডিসেম্বর তারা জানায়, শহরে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান আরও চলবে, এবং বৈধ নথি ছাড়া অবস্থানরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Mytv Online