ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন। এ সময় তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠন সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা আরও বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার আগের সিদ্ধান্ত এখনও বহাল আছে।