ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

ঢামেকে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারের হাতাহাতি, নারী আটক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
ঢামেকে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারের হাতাহাতি, নারী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শম্পা বেগম (৩৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, ঢাকা মেডিকেলে এক নারী চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডা. মানার হাফিজ মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরই অভিযুক্ত শম্পাকে রাতেই গ্রেফতার করা হয়।

মোমেনা বেগম (৪০) নামের রোগী যিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তার মেয়ে হাফিজা আক্তার জানান, তারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামে বসবাস করেন। তার মা স্ট্রোক করায় ২১ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিকেলের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকরা জানান, মোমেনা বেগমের অবস্থা খুবই সংকটজনক এবং আইসিইউ সাপোর্ট লাগবে। কিন্তু আইসিইউ খুঁজে না পেয়ে স্বজনরা বাধ্য হন তাকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ফ্লোরে রেখে চিকিৎসা নিতে।

হাফিজা আরও দাবি করেন, ২২ ডিসেম্বর সারাদিন চিকিৎসকরা তার মায়ের কাছে আসেননি। এরপর রাতে তিনি হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ডা. মানার হাফিজ এসে জানান, তার মা মারা গেছেন। মৃত্যুর পর চিকিৎসক চলে যাওয়ার সময় শম্পা বেগম ওই চিকিৎসকের হাত ধরে অভিযোগ করেন যে সারাদিন চিকিৎসকরা তার মাকে দেখতে আসেননি। যদিও শম্পা চিকিৎসকের গায়ে হাত তোলেননি, কিন্তু চিকিৎসক উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এর পরে আনসাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বারবার ক্ষমা চাওয়ার পরেও চিকিৎসক আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে শম্পা বেগমকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গত রাতে রোগী মারা যাওয়ার পর এক নারী চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে শম্পা বেগমকে আটক করা হয়েছে।

এদিকে, হাসপাতালের কয়েকজন রোগীর স্বজন জানান, গত দুইদিন ধরে চিকিৎসকদের সংখ্যা খুবই কম ছিল। পরে জানা যায়, কিছু ডাক্তার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং বর্তমানে কর্মবিরতিতে আছেন।

এটি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া একটি আগের ঘটনায় সামিল যেখানে ৩১ আগস্ট অপারেশন থিয়েটারে চিকিৎসকদের মারধর করা হয়েছিল, এবং নিউরোসার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক আহত হন।


কমেন্ট বক্স
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!