ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র দুপুরে জানা যাবে জাকসু নির্বাচনের ফল পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ

ঢামেকে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারের হাতাহাতি, নারী আটক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
ঢামেকে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারের হাতাহাতি, নারী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শম্পা বেগম (৩৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, ঢাকা মেডিকেলে এক নারী চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডা. মানার হাফিজ মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরই অভিযুক্ত শম্পাকে রাতেই গ্রেফতার করা হয়।

মোমেনা বেগম (৪০) নামের রোগী যিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তার মেয়ে হাফিজা আক্তার জানান, তারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামে বসবাস করেন। তার মা স্ট্রোক করায় ২১ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিকেলের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসকরা জানান, মোমেনা বেগমের অবস্থা খুবই সংকটজনক এবং আইসিইউ সাপোর্ট লাগবে। কিন্তু আইসিইউ খুঁজে না পেয়ে স্বজনরা বাধ্য হন তাকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ফ্লোরে রেখে চিকিৎসা নিতে।

হাফিজা আরও দাবি করেন, ২২ ডিসেম্বর সারাদিন চিকিৎসকরা তার মায়ের কাছে আসেননি। এরপর রাতে তিনি হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ডা. মানার হাফিজ এসে জানান, তার মা মারা গেছেন। মৃত্যুর পর চিকিৎসক চলে যাওয়ার সময় শম্পা বেগম ওই চিকিৎসকের হাত ধরে অভিযোগ করেন যে সারাদিন চিকিৎসকরা তার মাকে দেখতে আসেননি। যদিও শম্পা চিকিৎসকের গায়ে হাত তোলেননি, কিন্তু চিকিৎসক উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এর পরে আনসাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বারবার ক্ষমা চাওয়ার পরেও চিকিৎসক আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে শম্পা বেগমকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গত রাতে রোগী মারা যাওয়ার পর এক নারী চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে শম্পা বেগমকে আটক করা হয়েছে।

এদিকে, হাসপাতালের কয়েকজন রোগীর স্বজন জানান, গত দুইদিন ধরে চিকিৎসকদের সংখ্যা খুবই কম ছিল। পরে জানা যায়, কিছু ডাক্তার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং বর্তমানে কর্মবিরতিতে আছেন।

এটি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া একটি আগের ঘটনায় সামিল যেখানে ৩১ আগস্ট অপারেশন থিয়েটারে চিকিৎসকদের মারধর করা হয়েছিল, এবং নিউরোসার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক আহত হন।


কমেন্ট বক্স