ইউক্রেনের আরও একটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া। সোমবার মস্কো জানায়, তারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের স্টোরোঝেভোয়ে গ্রামটি দখল করেছে, যা ভেলিকা নোভোসিলকা শহরের কাছে অবস্থিত।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রাশিয়া লড়াই অব্যাহত রেখেছে। এর আগে, শনিবার তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রামটি দখল করে, যা ওস্ত্রভস্কি নামে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রাশিয়া আরও গ্রাম দখল করার চেষ্টা করছে, বিশেষত নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা রাশিয়ার কর্মকাণ্ডের ত্বরান্বিত হওয়ার কারণ হতে পারে। চলতি বছর মস্কোর সেনাবাহিনী ১৯০টির বেশি ইউক্রেনীয় বসতির দখল দাবি করেছে, তবে ইউক্রেনের সেনাবাহিনী এবং গোলাবারুদের সংকটে রয়েছে।
এর পাশাপাশি, ইউক্রেন রাশিয়ার গভীরে ড্রোন হামলা চালায়। ২১ ডিসেম্বর রাশিয়ার কাজান শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই হামলা মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে ঘটেছে।
রাশিয়ার আকাশ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার কারণে কাজান বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল।