ব্যালন ডি’অর না পাওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারটি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি পেয়ে যান, আর ভিনিসিয়ুস সেটা না পেয়ে হতাশ। এই ঘটনায় রিয়াল মাদ্রিদও প্রচণ্ড ক্ষুব্ধ এবং ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে আগামী কয়েক মাস ব্যালন ডি’অর নিয়ে কোনো আলোচনা করা হবে না। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, "রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর যেন নিষিদ্ধ কিছু।"
এ বছর ব্যালন ডি’অর পুরস্কারটি পেয়ে রদ্রি, ভিনিসিয়ুসের থেকে ৪১ পয়েন্ট বেশি পেয়েছেন। এই পুরস্কার দেওয়ার পরপরই রিয়াল মাদ্রিদ প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানটি বয়কট করেছিল। যদিও ভিনিসিয়ুস ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন, যেখানে তিনি রদ্রির থেকে ৫ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন, কিন্তু ব্যালন ডি’অরকে উপেক্ষিত হওয়ার ঘটনায় এখনো তাঁর ক্ষোভ রয়ে গেছে।
রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুসের মধ্যে একটি অবস্থান তৈরি হয়েছে, যেখানে তারা ব্যালন ডি’অর পুরস্কারের বিষয়ে কোনো মন্তব্য করবে না। এই অবস্থান থেকে তাঁরা চান, "ব্যালন ডি’অর" বলে কিছু না থাকার মতো একটি পরিবেশ সৃষ্টি করতে।