বছরজুড়ে সালমান খানকে কাটাতে হয়েছে এক অজানা আতঙ্কের মধ্যে। এই আতঙ্ক শুধু তাঁকে নয়, চিন্তায় ফেলেছিল তাঁর পরিবারকেও। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামলেও সালমান এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে। তাঁর আগামী ছবি ‘সিকান্দার’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
ছবির সাফল্যের প্রত্যাশার মাঝেও সালমানের ব্যক্তিগত জীবনের একটি প্রশ্ন বারবার উঠে আসে—“কবে বিয়ে করছেন?” জীবনের ৫৭টি বছর পেরিয়ে গিয়েও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেই রয়ে গেছেন ভাইজান। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কখনোই কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবুও ভক্তদের আশা, একদিন হয়তো সাত পাকে বাঁধা পড়বেন সালমান।
তবে অভিনেতা বারবার জানিয়েছেন, তাঁর জীবনে বিয়ের কোনও পরিকল্পনা নেই। যদিও তিনি বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে সালমান বলেন, “শিশুদের প্রতি আমার ভালোবাসা প্রচুর। বাবা হতে চাই, কিন্তু কীভাবে সেটা হবে, তা সময়ই বলে দেবে।”
বোন অর্পিতা খানের সন্তানদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বাড়িতে শিশুদের কোনো অভাব নেই। আর অর্পিতা তার সন্তানদের এত সুন্দরভাবে লালন করছে যে মনে হয়, সে আমাদের সবাইকেই লালন করছে।”
সালমানের পরবর্তী ছবি ‘সিকান্দার’ এক অ্যাকশন থ্রিলার, যার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক দক্ষিণ ভারতের জনপ্রিয় এ. আর. মুরুগাদোস। ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা। এর আগে সালমানকে দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে।