দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার পর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে এতদিন কারাভোগ করছিলেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, "বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই আজ সকালেই মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"
উল্লেখ্য, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টু।
পিন্টুর মুক্তির খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তিনি কারামুক্তির পর দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।