ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:০৩:০০ অপরাহ্ন
রুনা লায়লাজি আমাকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী
বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো কনসার্টে পারফর্ম করেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গতকাল সোমবার রাত ৯টায় ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। তার সুরেলা কণ্ঠে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গান ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের গানটি শোনার পর স্টেডিয়ামের দর্শকরা হতবাক হয়ে যান।

রাহাত ফতেহ আলী খান মঞ্চে উঠে প্রথমে বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য শুভকামনা।’ এরপর, তিনি ‘আল্লাহ হু’ গানটি দিয়ে কনসার্ট শুরু করেন এবং একে একে গেয়েছেন তার পছন্দের বিভিন্ন গান, including নুসরাত ফতেহ আলী খানের ‘সানু এক পাল চেইন’ এবং ‘খুদা অর মহব্বত’।

গান শেষ করে, তিনি ঘোষণা দেন যে এবার তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় গান গাইবেন। এই গানটি রুনা লায়লার সুরে এবং কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’। রাহাত ফতেহ আলী খানের মুখে রুনা লায়লার মতো কিংবদন্তি শিল্পীর সুরের গান শুনে স্টেডিয়ামের দর্শকরা তালি দিয়ে তাকে অভিবাদন জানান।

রাহাত ফতেহ আলী খান সংবাদমাধ্যমে রুনা লায়লাকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘রুনা লায়লাজি অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ ও পাকিস্তানে তাঁর তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাঁকে খুব সম্মান করি এবং শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি তাঁর সুরে একটি বাংলা গান গেয়েছি, এবং বাংলা উচ্চারণ সঠিকভাবে রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন।’

এর আগে, রাহাত ফতেহ আলী খান বলেছিলেন, ‘রুনা লায়লাজির মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।‘ ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি ‘রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার’ অ্যালবামের জন্য তৈরি হয়েছে এবং সিটি ব্যাংক ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এদিন, শীতের রাতে বিপিএল মঞ্চে টানা দুই ঘণ্টা গেয়ে দর্শকদের উপভোগ্য এক সন্ধ্যা উপহার দেন রাহাত ফতেহ আলী খান।

কমেন্ট বক্স