ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:০৬:১৪ অপরাহ্ন
ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ
ইলিয়াস কাঞ্চন, বাংলা চলচ্চিত্রের এক অতি পরিচিত নাম, যার জনপ্রিয়তা কেবল বয়স্ক মানুষের মধ্যে নয়, বরং নতুন প্রজন্মের মাঝেও রয়েছে সমানভাবে। তিনি সেলুলয়েডের নায়ক এবং রাজপথের নায়ক হিসেবে পরিচিত। আজ ২৪ ডিসেম্বর তার জন্মদিন, এবং এই বিশেষ দিনে এক ঝলক ফিরে দেখা যাক তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক।

১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ইলিয়াস কাঞ্চন। তার বাবা হাজী আব্দুল আলী এবং মা সরুফা খাতুন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার, এবং তিনি নানা নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত হন।

১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। সেলুলয়েডের রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও, পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে স্মরণীয় হয়ে আছে।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে সাড়ে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন, কমেডি, পারিবারিক—সব ধরনের চরিত্রে তিনি নিজেকে সমানভাবে মানিয়ে নিয়েছেন। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক, রাজ্জাক, আলমগীর, ফারুক ও জসিমদের মতো কিংবদন্তি নায়কদের সঙ্গে।

চলচ্চিত্রের বাইরে, ইলিয়াস কাঞ্চন সমাজসেবায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন দেশজুড়ে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে। তার স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেন তিনি।

ক্যারিয়ারে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়ে তার অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। পাশাপাশি ২০১৭ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে, যা তার সমাজসেবায় অবদানের জন্য বিশেষ সম্মাননা।

ইলিয়াস কাঞ্চন, বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এক মহান নায়ক, যিনি সেলুলয়েডের নায়ক থেকে রাজপথের নায়ক হয়ে আজও জনগণের হৃদয়ে বেঁচে আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি