নতুন স্কুইড গেম আসছে
-
আপলোড সময় :
২৪-১২-২০২৪ ০৬:২৫:০৮ অপরাহ্ন
-
আপডেট সময় :
২৪-১২-২০২৪ ০৬:২৫:০৮ অপরাহ্ন
অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুম। বহুল প্রতীক্ষিত এই মৌসুমটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।
এর আগে নেটফ্লিক্স প্রকাশ করেছে দ্বিতীয় মৌসুমের পোস্টার। পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘খেলা শেষ হবে না’, যা সিরিজটির উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম মৌসুম বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছিল সিরিজটি। অসাধারণ সাফল্যের কারণে এটি এমি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জিতেছে।
থ্রিলারধর্মী সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন লি জাং জে। প্রথম মৌসুমের বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি নতুন চরিত্রে যুক্ত হয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক এবং পার্ক গিয়ু ইয়ং।
এরই মধ্যে নেটফ্লিক্স গত আগস্টে জানিয়েছে, সিরিজটির তৃতীয় মৌসুমের কাজও চলছে। আগামী বছর সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘স্কুইড গেম’–এর দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, এবার দেখার পালা সিরিজটি কতটা আলোড়ন তুলতে পারে।
কমেন্ট বক্স