টাঙ্গাইলের কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের অত্যন্ত মেধাবী ছাত্র হুমাইদ হাসান নুরাজ মাত্র ৮ মাস ২১ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। তার বয়স মাত্র ৮ বছর। নুরাজের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুলকুমরা এলাকায়। তার বাবা চাকরির সুবাদে বর্তমানে টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়ায় বসবাস করছেন।
সাধারণত একজন ছাত্রের হাফেজ হতে সময় লাগে দুই বছর থেকে আড়াই বছর। তবে নুরাজ মাত্র ২৬৫ দিনে এই কীর্তি স্থাপন করেছে।
নুরাজের অল্প সময়ে হাফেজ হওয়ার পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং দৃষ্টান্তমূলক ইচ্ছাশক্তি। সে কখনো সময় নষ্ট করতো না। প্রতিদিনের পড়া শেষ করার পর অতিরিক্ত পড়া শিখতো। এমনকি কখনো কখনো পড়তে পড়তে মধ্যরাত হয়ে যেতেও সে খেয়াল করতো না।
তার এই মেধা দেখে মাদরাসার শিক্ষকরা তাকে আরও উৎসাহিত করতেন।
নুরাজের হিফজ শিক্ষক হাফেজ মো. শাহাদত হোসাইন বলেন, “এমন মেধাবী ছাত্র পেয়ে আমি আনন্দিত। তার দ্রুত হিফজ সম্পন্ন করায় আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।”
নুরাজের মা উম্মে হাবিবা জানান, “পুত্রের এমন কীর্তিতে আমি খুব আনন্দিত এবং গর্বিত।”