ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে: র‍্যাব

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:৪৬:৫১ অপরাহ্ন
ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে: র‍্যাব
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। এই ঘটনায় এক ব্যক্তি, আকাশ মন্ডল ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া এবং অন্যান্য সদস্যদের হত্যা করেছেন। তিনি বলেন, “ইরফান জাহাজের সুকানির সাথে ইঞ্জিনরুমে কাজ করতেন এবং খুনের আগে সবার সাথে দুর্ব্যবহার সহ নানা সমস্যা ছিল।”

হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন: মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন এবং বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় সুকানি জুয়েলকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, ইরফান জানতেন যে, মাস্টার গোলাম কিবরিয়া তাকে ৮ মাস ধরে বেতন দেননি এবং দুর্ব্যবহারও করতেন। এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটানো হয়।

ইরফান আরও জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনা হিসেবে তিনি প্রথমে জাহাজের রান্নার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। সবাই খাবার খেয়ে অচেতন হলে তিনি চাইনিজ কুড়াল দিয়ে তাদের কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে পালিয়ে যান।

এদিকে, হাইমচর থানায় এই ঘটনায় মামলাও হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ‘ডাকাত দলকে’ আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ মামলাটি করেন।

চাঁদপুরের মেঘনা নদীতে গত সোমবার এমভি আল বাখেরা জাহাজ থেকে ৫ জন নিহত ও ৩ জন আহত অবস্থায় উদ্ধার হন। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমভি আল বাখেরা জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে যাত্রা করে এবং পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায়।

কমেন্ট বক্স
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ