সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা সুদীপ্তা দাস কেকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সোমবার গভীর রাতে হৃদয় কর্মকার নামের এক যুবক বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে এবং বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
হৃদয়ের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার প্রেমিকা সুদীপ্তা দাস কেকা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার বাসুদেব দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সংগীত শিল্পী ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিক হৃদয়ের মৃত্যুর খবরে শোকের মধ্যে কেকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।