ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করলো আইসিসি অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে বিক্ষোভ আজ গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ সহযোগী ‘রগকাটা সুমন’ গ্রেপ্তার সারা দিন খোঁজাখুঁজির পর রাতে সেপটিক ট্যাংকে মিলল ২ ভাইয়ের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট ডিভোর্স নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি লালনের গানের মানবতার বাণী আজও প্রাসঙ্গিক: ফরিদা আখতার শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি
প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ২৫ ক্যাডার থেকে ৫০ শতাংশ রাখার প্রস্তাবটিকে বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সভাটি ‘জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজন করা হয়।

বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, “শুধু কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, বরং সব স্টেকহোল্ডারদের নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।”

এছাড়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, “উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।”

বিএএসএ’র মহাসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, জনপ্রশাসন সংস্কারের নামে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা রাষ্ট্রের সুরক্ষার জন্য ক্ষতিকর হতে পারে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান।

অনলাইন মাধ্যমে প্রতিবাদ সভায় যোগ দেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা, এছাড়াও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ শক্ত অবস্থান নিয়ে বক্তব্য দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, “আলোচনা করে নেওয়া হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমরা ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সম্মান দিতে চাই।"

এছাড়া দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক বিএম জাহাঙ্গীরও বক্তব্য দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করলো আইসিসি

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করলো আইসিসি