ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি
প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ২৫ ক্যাডার থেকে ৫০ শতাংশ রাখার প্রস্তাবটিকে বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সভাটি ‘জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজন করা হয়।

বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, “শুধু কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, বরং সব স্টেকহোল্ডারদের নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।”

এছাড়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, “উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।”

বিএএসএ’র মহাসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, জনপ্রশাসন সংস্কারের নামে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা রাষ্ট্রের সুরক্ষার জন্য ক্ষতিকর হতে পারে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান।

অনলাইন মাধ্যমে প্রতিবাদ সভায় যোগ দেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা, এছাড়াও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ শক্ত অবস্থান নিয়ে বক্তব্য দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, “আলোচনা করে নেওয়া হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমরা ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সম্মান দিতে চাই।"

এছাড়া দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক বিএম জাহাঙ্গীরও বক্তব্য দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!