প্রবাসী আয়ের ডলারের দাম ১২৩ টাকার বেশি না রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ডলারের উচ্চমূল্যের প্রতিযোগিতা এবং খোলা বাজারে এর প্রভাব ঠেকাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ মৌখিক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
আগে প্রবাসী আয়ের ডলারের দাম ছিল ১২০ টাকা। তবে চাহিদার চাপ মেটাতে ব্যাংকগুলো ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কেনা শুরু করেছিল। এর ফলে খোলা বাজারেও ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ছাড়িয়ে যায়।
ব্যাংকগুলোর অতি উচ্চমূল্যে ডলার কেনার কারণে বাজারে অস্থিরতা তৈরি হলে, কেন্দ্রীয় ব্যাংক কঠোর হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে, তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। বাংলাদেশ ব্যাংকও একই সিদ্ধান্ত নিশ্চিত করে।
ডলারের দাম বাড়ার সময় ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গড়ে প্রতিদিন ৯ কোটি ৫৫ লাখ ডলার দেশে এসেছে।
মঙ্গলবার থেকেই ডলারের বাজারে ঊর্ধ্বমুখী ভাব কমতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে ডলার কেনার প্রতিযোগিতা এবং খোলা বাজারের অস্থিরতাও কমার পথে।
ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ প্রবাসী আয় বাড়াতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।