নবাগত অভিনেত্রী আইশা খান, যিনি ছোট পর্দায় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন, সম্প্রতি এক অভিযোগ জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, তার ২ বছর আগে শুরু হওয়া একটি কাজের পারিশ্রমিক এখনও বকেয়া রয়েছে, যা পরিশোধ না করায় তিনি হতাশ।
সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আইশা খান লিখেছেন, "আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন, আবু হায়াত মাহমুদ ভূঁয়া ভাইয়া?" এই পোস্টের মাধ্যমে তিনি পরিচালককে স্পষ্টভাবে উদ্দেশ্য করেছেন এবং বকেয়া টাকা পরিশোধের জন্য তার প্রতি অভিযোগ তুলেছেন।
আইশা গণমাধ্যমে আরও জানান, পরিচালক তার কল পেয়ে তাকে ফোন করেছেন, কিন্তু তিনি ফোন ধরেননি কারণ তিনি খুবই হতাশ ছিলেন। আইশা বলেন, "এতদিন ধরে আমি নানা অজুহাত শুনে আসছি, যেমন তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে, এমনকি ঈদে টাকা দেওয়ার কথা বলা হলেও এখনও পরিশোধ হয়নি।"
আইশা জানালেন, এটি দীপ্ত প্লে চ্যানেলের একটি সিরিজের কাজ ছিল, যা ২০২২ সালের অক্টোবর বা নভেম্বরে শুরু হয়েছিল। ২৬ পর্বের এই সিরিজে শুটিং করার জন্য তাকে প্রতি মাসে একদিন শুটিং করতে হয়েছিল। প্রথম দুটি বিল তিনি শীঘ্রই পেয়েছিলেন, তবে পরবর্তী বিলগুলো দেরিতে দেওয়া হয়েছে।
আইশা আরও জানান, গত ঈদে তিনি তার বকেয়া এক লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা পেয়েছিলেন, কিন্তু এখনো ৬২ হাজার টাকা বাকি রয়েছে। তিনি বলেন, "ঈদের পর থেকে ফোন দিলে নানা অজুহাত দেয়া হচ্ছে।"
আইশার পোস্টের পর অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে সহানুভূতির সহিত সমর্থন জানিয়েছেন।