গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুর ও মিজোরাম রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পাঁচটি রাজ্যের রাজ্যপাল বদলানো হয়েছে, যার মধ্যে মণিপুর ও মিজোরাম উল্লেখযোগ্য। রাজনৈতিক মহলের ধারণা, মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্রীয় সরকার এবার রাজ্যপাল বদলের মাধ্যমে নতুন পদক্ষেপ নিতে চাইছে।
মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ আমলা, সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে। তিনি আগস্টে অবসর নেওয়ার পর, মাত্র চার মাসের মধ্যে মণিপুরের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজনীতি বিশ্লেষকদের মতে, এটি সম্ভবত মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির প্রথম পদক্ষেপ হতে পারে। মণিপুরের রাজ্যপাল পদ থেকে গত জুলাইয়ে সরানো হয় অনুসূয়া উইকিকে, যিনি ছিলেন বিজেপির আদিবাসী নেত্রী। তার পর থেকে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছিলেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।
মিজোরাম রাজ্যের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় সরকারের উদ্বেগ রয়েছে, বিশেষ করে মিয়ানমারের চিন প্রদেশের উত্তেজনার কারণে। বিদ্রোহীরা চিন প্রদেশ দখল করার পর, মিজোরামের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ভি কে সিং, যিনি বিজেপির সদস্য। মিজোরামের আগের রাজ্যপাল, হরিবাবু কাম্ভামপতিকে ওড়িশার রাজ্যপাল করা হয়েছে।
এছাড়া, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারে পাঠানো হয়েছে, এবং বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরালায় পাঠানো হয়েছে।
Mytv Online