পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। পিএসএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মুস্তাফিজ ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন।
আজ (২৫ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের পিএসএল ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে মুস্তাফিজের ছবি শেয়ার করে লেখা হয়েছে, "বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।"
এবারের পিএসএল আসর আগামী ৮ এপ্রিল শুরু হবে। আইপিএলও কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে, তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে মনোযোগ দিচ্ছেন। মুস্তাফিজও সেই তালিকায় রয়েছেন। এবারের আইপিএলে তিনি দল না পাওয়ার পর পিএসএলে খেলতে আগ্রহী হয়েছেন।
পূর্ববর্তী আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছিলেন। তবে ২ কোটি ভিত্তিমূল্যে তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি।
এছাড়া, মুস্তাফিজ আগেও পিএসএলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন, এবং তার ইকোনমি ছিল ৬.৪৩।
পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন আরও কিছু তারকা ক্রিকেটারও। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি এবং জেসন রয়ের নামও প্রকাশ করা হয়েছে।