সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঘোষ গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে চুন ও বালু মিশ্রিত পানি পানে বাধ্য করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত যুবকের নাম হেলাল মিয়া, তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে হেলাল মিয়া ও অপর যুবক রাধানগর গ্রামে গিয়ে দুটি গরু চুরি করে ফেরার পথে কয়েকজন স্থানীয় তাদের আটক করেন। পরে সন্দেহভাজন চোর হিসেবে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে হেলাল মিয়াকে জোর করে চুন ও বালি মিশ্রিত ২ লিটার পানি পান করানো হয়।
খবর পেয়ে তাদের স্বজনরা এসে দুই যুবককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আজ বুধবার ভোরে হেলালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে লাশের সুরতহাল করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।"