সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এক অতর্কিত হামলায়। নিহতরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। হামলায় আরও ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রাণঘাতী হামলার জন্য সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে বুধবার এই হামলার ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।
আল-ওয়াতান সংবাদপত্রের বরাত দিয়ে মন্ত্রী আবদুল রহমান বলেন, হামলাকারীরা সাবেক আসাদ সরকারের অনুগত বাহিনী। মন্ত্রণালয় জানায়, নিহত নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন। তবে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামলাকারীদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
চলতি মাসের শুরুতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর কয়েকটি বড় ধরনের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর আগে, বুধবার আলেপ্পোতে আলাউয়ি উপাসকদের একটি মাজারে হামলার ভিডিও ভাইরাল হয়, যার পর প্রতিবাদের ঝড় ওঠে এবং বিক্ষোভকারীরা জবাবদিহির দাবি জানান।
আলাউয়ি অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, আসাদের পলায়নের পর দায়িত্ব নেওয়া নতুন কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ধর্মীয় প্রতীক রক্ষায় যথেষ্ট উদ্যোগ না নেয়ার অভিযোগ উঠেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং সাবেক সরকারের অবশিষ্টাংশগুলো সাম্প্রদায়িক উপাদান ব্যবহার করে বিভেদ ছড়ানোর চেষ্টা করতে পারে।