বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিদেশে থাকা সন্দেহভাজনদের সুরক্ষিতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য সেসব দেশে চিঠি পাঠানো বা তদন্ত টিম পাঠানোর ব্যবস্থা করা হবে।
আজ (বৃহস্পতিবার) বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে ফজলুর রহমান বলেন, "জাতিকে অন্ধকারে রেখে কাজ করব না। সুষ্ঠু তদন্ত হবে। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করার।"
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ওই নির্মম হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহী জওয়ানদের হামলার পর দেশব্যাপী আলোচিত হয় এ ঘটনা।
এর আগে, ১৯ ডিসেম্বর ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। এর পর ২৪ ডিসেম্বর সরকার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। কমিশন ৯০ দিনের মধ্যে সরকারকে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে।