পাকিস্তানের সামরিক আদালতে পিটিআই সমর্থকদের দোষী সাব্যস্ত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, দেশটির বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।
গত মে মাসে ইমরান খানের গ্রেফতারের পর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১০৫ জন পিটিআই সমর্থকের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা করা হয়। গত শনিবার (২১ ডিসেম্বর) আদালত ২৫ জনকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে ১৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, সামরিক আদালতের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। একইদিন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।
এর আগে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এক বিবৃতিতে জানায়, তারা সামরিক আদালতের বিচার প্রক্রিয়াকে স্বচ্ছতা ও স্বাধীনতার অভাব হিসেবে দেখছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর এসব সমালোচনার কড়া জবাব দিয়ে জানায়, তাদের সংবিধান ও বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।