দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুক এখন অভিশংসনের মুখে পড়ছেন, এবং বিরোধী দল সংসদে তার বিরুদ্ধে বিল উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) এই বিষয়ে ভোটাভুটি হতে পারে। তবে বিরোধীদের দাবি, এই পদক্ষেপ দেশের সাংবিধানিক সংকট আরও গভীর করে তুলতে পারে।
গত ৩ ডিসেম্বর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারি করেন, যা দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। পরে, বিক্ষোভের পর সামরিক আইন বাতিল করেন প্রেসিডেন্ট ইওল। তবে এর পরেই, ১৪ ডিসেম্বর, জাতীয় সংসদে প্রেসিডেন্ট ইওলকে অভিশংসিত করা হয়, যা এখনও আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তার অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করতে সাংবিধানিক আদালতের রায় বহাল রাখা প্রয়োজন।
এদিকে, বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি দ্রুত সাংবিধানিক আদালতে তিন বিচারক নিয়োগ দেওয়া না হয়, তবে তারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের বিল উত্থাপন করবে। বৃহস্পতিবার সংসদে তিন বিচারক নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হলেও, এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তাদের নিয়োগ দেননি।
ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যানডে এক বিবৃতিতে বলেছেন, "এটা স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকের সংবিধান রক্ষা করার যোগ্যতা বা ইচ্ছা নেই।"