জাপান এয়ারলাইন্সে বৃহস্পতিবার সকালে একটি সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার ফলে তাদের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে এবং বিমান পরিষেবায় কিছু বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
যদিও সকাল ৭টা ২৪ মিনিটে ঘটানো এই হামলার পরপরই বিশেষ কোনো সমস্যা ঘটেনি বিমান পরিষেবায়, তবে সংস্থা জানায় যে, সার্বিকভাবে পরিষেবায় সমস্যা হতে পারে।
জাপান এয়ারলাইন্স টুইটারে এ ঘটনা জানিয়ে বলেছে, হামলাটি একটি পুরোনো রাউটার থেকে শুরু হয়েছিল, যেখানে একটি ম্যালওয়্যার সিস্টেমের মধ্যে প্রবেশ করে। এর ফলস্বরূপ, বৃহস্পতিবার কোনো টিকিট কেনা সম্ভব হয়নি।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সাইবার হামলার কারণে সকালে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে, তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি বা গণহারে টিকিট ক্যানসেল হয়নি।
নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে পরিচিত জাপান এয়ারলাইন্স দেশব্যাপী বিমান পরিষেবা প্রদান করে থাকে। এটি জাপানে প্রথম সাইবার হামলার ঘটনা নয়। এর আগে ২০২২ সালে টয়োটা কোম্পানিতে এমনই একটি হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও একই ধরনের সাইবার হামলা হয়, যার ফলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছিল।