ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে এক বছরে বৃষ্টিপাত বেড়েছে ৫৩ শতাংশ মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই ‘৫ তারিখের গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না’ সাদপন্থি নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর সংস্কার করবে নির্বাচিত সরকার, ১৩ বছর পর দেশে ফিরে কায়কোবাদ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত স্বাগতাকে লিগ্যাল নোটিশ! গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল: ডব্লিউএইচও ইউপি সদস্যকে গণধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও দখলকারীরা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : রিজওয়ানা হাসান মরক্কোতে নৌকাডুবি, ৬৯ জনের মৃত্যু সরকার একক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল ১৩ বছর পর দেশের মাটিতে কায়কোবাদ, বিমানবন্দরে কর্মী-সমর্থকদের ঢল ‘মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না’ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল ইলন মাস্কের রোষানলে উইকিপিডিয়া, অনুদান না দেওয়ার আহ্বান

ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘ষড়যন্ত্র ও পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেছেন, ‘সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র করে, প্ল্যান (পরিকল্পনা) করে এই আগুনটি লাগানো হয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরের পর পঞ্চগড় সরকারি অডিটরিয়মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ‘ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ; তাদের অফিসগুলো জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনি এই সচিবালয়ে এ রকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।’

সরকারের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত সেটা হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার।’

সারজিস আলম বলেন, ‘যেকোনো জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যেকোনো সরকারি অফিসে হোক। কেউ যদি বিন্দুমাত্র অন্যায়–অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, তাদের চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। ওই তিন, চার, পাঁচই আগস্টে খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো কীভাবে সচিবালয়ে বসে অফিস করে? অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো। তাহলে ওই খুনি শেষ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি, আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করত।’

সচিবালয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সারজিস আলম বলেন, সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত করে তাদের দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। এ রকম ঘটনা আর যেন না হয়, সেটার জন্য অন্তর্বর্তী সরকার এবং রাজপথে যারা রয়েছে, তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

কমেন্ট বক্স