ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা
ইকোনমিক টাইমসের প্রতিবেদন

শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:২৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:২৭:০০ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও, সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত। এই বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র। ভূ-রাজনৈতিক স্বার্থ বিবেচনায় তাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের মতে, হাসিনাকে ফেরত পাঠালে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে।

উচ্চপর্যায়ের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বিষয়টি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে এবং এতে কয়েক মাস সময় লাগতে পারে।

ভারতের মতে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই প্রেক্ষাপটে তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে তারা।

এছাড়া, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যে করা অনুরোধ কার্যকর করার কোনো বাধ্যবাধকতা নেই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতের মাটিতে থাকায় আওয়ামী লীগের মনোবল বাড়বে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

ভারত দাবি করেছে, তারা সবসময় রাজনৈতিক আশ্রয়ে অতিথি গ্রহণের ঐতিহ্য ধরে রেখেছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উদাহরণ টেনে বলা হয়েছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর শেখ হাসিনাও ভারতে নির্বাসিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তবে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। এজন্য ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম