ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

মাঠের খেলায় পারছে না, আদালতের রায়ও পক্ষে যাচ্ছে না বার্সার

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:৩৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:৩৩:৪৫ অপরাহ্ন
মাঠের খেলায় পারছে না, আদালতের রায়ও পক্ষে যাচ্ছে না বার্সার
লা লিগায় বার্সেলোনার সময়টা যাচ্ছে কঠিন এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে। লিগে শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। বাকি ছয় ম্যাচে (চারটি হার ও দুটি ড্র) পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বার্সা। এমন নাজুক অবস্থার মধ্যে আরও এক দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি—মৌসুমের দ্বিতীয়ভাগে দানি অলমোর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

চলতি মৌসুমের শুরুতে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন দানি অলমো। এক সময় বার্সার বয়সভিত্তিক দলে খেলা এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ১২ বছর পর পুরোনো ক্লাবে ফিরে আসেন। তবে আর্থিক সংকটে ক্লাবটি লা লিগায় অলমোকে নিবন্ধন করতে পারেনি।

এদিকে আন্দ্রেস ক্রিস্টেনসনের দীর্ঘমেয়াদি চোটের কারণে তাঁর পরিবর্তে অলমোকে অস্থায়ী নিবন্ধন দেওয়া হয়, যার মেয়াদ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর জন্য আদালতে করা বার্সার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন বছরে বার্সার জার্সিতে অলমোর খেলা এখন অনিশ্চিত।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গাভির নিবন্ধনের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েছিল বার্সা। সেবার আদালতের রায় বার্সার পক্ষে এলেও এবার ভিন্ন সিদ্ধান্ত এসেছে।

শুক্রবার লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, আদালত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অলমোর অস্থায়ী নিবন্ধনের আবেদন খারিজ করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে বার্সা।

বার্সার আর্থিক সীমাবদ্ধতা তাদের সমস্যাকে আরও জটিল করে তুলেছে। লা লিগার নিয়ম অনুযায়ী, ৪০ কোটি ৬০ লাখ ইউরোর বার্ষিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে বার্সার জন্য। তবে ক্লাবটি এর চেয়েও বেশি খরচ করেছে, যা নতুন খেলোয়াড় নিবন্ধনে বিধিনিষেধ আরোপ করেছে।

তবে লা লিগার নিয়ম অনুসারে, ক্লাবগুলো রাজস্ব বৃদ্ধি করলে নির্ধারিত সীমার কিছুটা অতিক্রম করার সুযোগ পাবে। এ অবস্থায় দানি অলমোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বার্সাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি