ট্রেনের বগির নিচে ঝুলে প্রায় ২৫০ কিলোমিটার ভ্রমণ করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যপ্রদেশের ইতারসি থেকে ছাড়া জবলপুর-দানাপুর এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। শুক্রবার ২৭ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ট্রেনটি জবলপুর স্টেশনের কাছে পৌঁছালে, রেলওয়ের কর্মীরা নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের দুই চাকার মাঝে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাঁরা লোকো পাইলটকে (ট্রেনের চালক) জানালে ট্রেন থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তাঁর কাছে টিকিট কেনার মতো টাকা ছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক এই পদ্ধতিতে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন।রেলওয়ে রক্ষণাবেক্ষণ বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, ‘লোকটিকে সুস্থ বলে মনে হয়নি। তাঁর আচরণ দেখে মনে হয়েছে, মানসিকভাবে অসুস্থ।’
তিনি জানান, লোকটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
Mytv Online