শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি নেতা কায়কোবাদ। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কায়কোবাদ। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার নয়, সংস্কার করবে নির্বাচিত সরকার।"
তিনি আরও বলেন, "শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জনগণকে রক্ষা করতে হবে।"
১৯৯৬ সালের প্রসঙ্গ তুলে কায়কোবাদ বলেন, "ইসলামি দলগুলো ভুল না করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না।"
দলের নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ তারেক রহমানের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, "দলের কেউ অসৎ আচরণ করলে তাকে বহিষ্কার করা হবেই।"
কায়কোবাদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।