টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, জিয়া বিন কাসেম ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
তাবলিগ জামাত শুরা কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান অভিযোগ করেন, জিয়া বিন কাসেম ১৮ ডিসেম্বর রাতে ইজতেমা ময়দানে সংঘটিত হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, “টঙ্গী থানার মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।”
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, "আসামিকে থানায় আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
এর আগে, গত ১৯ ডিসেম্বর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বরের ওই সংঘর্ষে ইজতেমা ময়দান রক্তাক্ত হয়ে ওঠে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর জেরে সন্ত্রাস দমন এবং দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।