ঢাকা , মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার, দম্পতি গ্রেফতার মিয়ানমারের ৮৭৬ নিরাপত্তা কর্মী আত্মসমর্পণ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে ১৯ জনকে অপহরণ তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি : ধর্ম উপদেষ্টা ৫ বছর লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা রাজশাহীতে বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ, বাবাকে পথে ফেলে গেল দুর্বৃত্তরা ‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’ মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে হারল রাজশাহী বিধ্বস্তের একদিন পর জেজু এয়ারের আরেক বিমানে ত্রুটি, বিমানবন্দরে ফেরত যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ আটক ৪ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু জানুয়ারিতে ভিসা সহজীকরণসহ রাশিয়াকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির অনন্ত জলিলকে আদালতে হাজির হতে সমন জারি স্বৈরাচার সরকারের কিছু দুষ্কৃতকারী ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে: নাগরিক কমিটি পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ৮ দেশে একটা ষড়যন্ত্র চলছে : শামসুজ্জামান দুদু টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ আশ্বাসের পরও সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি

ফ্রিজ, এসি ও টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৬:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৬:৪৫:০০ অপরাহ্ন
ফ্রিজ, এসি ও টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন
দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করেছে ওয়ালটন। সেই সঙ্গে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ পুরস্কারেও ভূষিত হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এ পুরস্কার জিতেছে ওয়ালটন।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি হিসেবে রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনে ওয়ালটনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ এ ভূষিত করা হয়। এর মধ্যদিয়ে দেশসেরা ব্র্যান্ডের কাতারেও জায়গা করে নিয়েছে ওয়ালটন।

এদিন অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণকালে অন্যদের মধ্যে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে অগণিত গ্রাহক, পরিবেশক ও ডিলারসহ সব সদস্য এবং শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, দেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে বিশাল এক অর্জন। এ নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন ফ্রিজ। আর টানা দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এছাড়া বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং এবারই প্রথম সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন। এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সব বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। জরিপে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এ বছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশসেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজনেস কো-অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট