ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড খালে ভেসে উঠল যুবকের মরদেহ খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে গাছির মৃত্যু পারিশ্রমিক না পাওয়ায় মাঠে যাননি চিটাগাং কিংসের লঙ্কান তারকা বিস্ফোরক মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি তুরস্কের ভেজাল মদ সংকট; পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে সরিয়ে দিলেন ট্রাম্প ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প বিবাহ কর বাতিল, ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে কারওয়ানবাজারে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক ব্যর্থতার দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদত্যাগ বিয়ের মেহেদি শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে নিত্যপণ্যের আমদানি বেড়েছে

মাহফিলে বিশৃঙ্খলা রোধে যে আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৫ পূর্বাহ্ন
মাহফিলে বিশৃঙ্খলা রোধে যে আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী
কক্সবাজারের পেকুয়ায় শুক্রবার অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হয়। স্টেজে ওঠা এবং অনুষ্ঠান শেষে স্টেজ থেকে নামতে তার প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। এ পরিস্থিতি তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মাওলানা আজহারী জানিয়েছেন, এভাবে চলতে থাকলে বড় জনসমাবেশে যোগদান করা তার পক্ষে কঠিন হয়ে পড়বে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে শ্রোতাদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন,

সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে, স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না।
আমি কুরআনের একজন নগন্য ছাত্র। আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে ২০১৯-২০২০ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফাহা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
প্রতিটি প্রোগ্রামেই মূল প‍্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেইফ এন্ট্রি এবং সেইফ এক্সিট নিশ্চিতকরণে, আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন।
অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ‍্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব।
আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি, নিশ্চই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালোলাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফাহা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

পাঁচ বছর পর দেশের মাটিতে ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার একটি তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তার বক্তব্য শুনতে লাখ লাখ মানুষের ঢল নামে। মাহফিলটি বিপুল জনসমাগম এবং উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ড. মিজানুর রহমান আজহারী সর্বশেষ ২০২০ সালের শুরুতে দেশে ইসলামি মাহফিলে অংশ নেন। এরপর তিনি ব্যক্তিগত কারণে মাহফিলগুলো স্থগিত রেখে মালয়েশিয়ায় চলে যান। সেখানে উচ্চশিক্ষা এবং গবেষণা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। পাঁচ বছর পর তার উপস্থিতি নিয়ে দেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়, যা মাহফিলে মানুষের বিপুল সমাগমে প্রমাণিত হয়।

তার বক্তব্যে কুরআনের গভীর ব্যাখ্যা, প্রাসঙ্গিক বিষয়াবলি, এবং ইসলামের মৌলিক বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। মাহফিল শেষে তিনি শৃঙ্খলা রক্ষা ও দায়িত্বশীল আচরণের জন্য শ্রোতাদের ধন্যবাদ জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ

তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ