ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন। সেখান থেকে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত পিলার ২১৫৮/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়। তার কাছ থেকে ব্যবহৃত ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, সীমান্ত অতিক্রম করার সময় তাকে বিজিবির সদস্যরা আটক করেন। বর্তমানে আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Mytv Online