গাজায় যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় গতকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, তবে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া বিষয়টি খুব একটা দেখা যায় না। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে গত কয়েক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় যুদ্ধবিরতি আলোচনা ও চলমান যুদ্ধের অবসান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কীভাবে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।"
এর আগে চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, "যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার ইতিবাচক ফল আশা করছি।"
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকরের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।