প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি বেসরকারি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এবং এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঘোষণাপত্রটি এখনও প্রকাশিত না হওয়ায় এটি তাদের কাছে স্পষ্ট নয়।
সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে তিনি জানান, আগামীকাল সোমবার তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে আলামত বিদেশে পাঠানো হতে পারে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে জানায় যে, তারা ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে।